Home » নকলায় উপজেলা নির্বাচন অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে পুলিশের ব্রিফিং অনুষ্ঠিত

নকলায় উপজেলা নির্বাচন অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে পুলিশের ব্রিফিং অনুষ্ঠিত

by desherpotrika
82 views

নিজস্ব প্রতিবেদক: শেরপুরের নকলায় আগামীকাল মঙ্গলবার (২১ মে) অনুষ্ঠিতব্য ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনকালীন দায়িত্ব পালন ও আইন-শৃঙ্খলা নিশ্চিতকরণ সংক্রান্তে জেলা পুলিশের নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। (২০ মে) সকালে নকলা থানা পুলিশের আয়োজনে নকলা পাইলট স্কুল মাঠে নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত হয়।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়ার সভাপতিত্বে আয়োজিত নির্বাচনী ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান।

সদর সার্কেল সাইদুর রহমান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্যেশে বলেন, নির্বাচনে ভোট গ্রহণ অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচনী ডিউটিতে নিয়োজিত উপস্থিত সকলকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনে ভোট প্রদানে বাধা প্রদান, জাল ভোট বা প্রভাব খাটানোসহ কেউ নাশকতার পরিকল্পনা করলে তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার নির্দেশনাসহ কোনো পুলিশ সদস্য যদি অসৎ ও অনিরেপক্ষ আচরণ করেন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি করেন।

এসময় নকলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কাসেম মিয়া, জেলা পুলিশ ও বিভিন্ন ইউনিটে হতে আগত বিভিন্ন পদমর্যাদা পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

x
error: কপি করার অভ্যাস ত্যাগ করুন নিজে লিখতে শিখুন