Home » ডাক্তার হওয়ার স্বপ্ন: এসএসসিতে জেলার শ্রেষ্ঠ স্থান অধিকারী আলিফ

ডাক্তার হওয়ার স্বপ্ন: এসএসসিতে জেলার শ্রেষ্ঠ স্থান অধিকারী আলিফ

by desherpotrika
556 views

নিজস্ব প্রতিবেদক: এ বছর এসএসসি পরীক্ষায় প্রকাশ হওয়া ফলাফলে উপজেলার শ্রেষ্ঠ ও জেলায় ছেলেদের গ্রুপে শ্রেষ্ঠ স্থান অধিকার করেছেন মেধাবী ছাত্র মো. আইয়ুব রহমান আলিফ। দুই ভাই-বোনের মধ্যে আলিফ বড়। বাবা মো. মোখলেছুর রহমান ও মা  মোছা. আসমাউল হোসনা সসরকারি চাকুরীজীবি।

আলিফের বাড়ি নকলা উপজেলার গনপদ্দী ইউনিয়নের মেদিরপাড় গ্রামে। বর্তমানে নকলা পৌরশহরের গীনরোড (কামাড়পট্রী) এলাকায় বসবাস করেন। নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ১২৪৩ নাম্বার পেয়ে শ্রেষ্ঠ হয়েছেন।

মা আসমাউল হোসনা বলেন, এক মেয়ে ও এক ছেলের মধ্যে আলিফ বড়। এসএসসিতে ছেলের এমন সাফল্যে আমাদের স্বপ্ন পূরনে আশার আলো দেখাতে শুরু করেছে। আলিফ জানান, আমার স্বপ্ন ডাক্তার হয়ে যেন অসহায় মানুষের সেবা করতে পারি। আমি ছোট থেকেই এই ইচ্ছা নিয়ে লেখাপড়া করতেছি।

নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. উমর ফারুক জানান, মো. আইয়ুব রহমান আলিফ খুবই মেধাবী ছাত্র। এ বছর এসএসসি পরীায় ১২৪৩ নম্বার পেয়ে উপজেলায় শ্রেষ্ঠ হয়েছে। সে সব বিষয়েই পারদর্শী। আমরা তার মঙ্গল কামনা করি।

এ সম্পর্কিত আরও পড়ুন

x
error: কপি করার অভ্যাস ত্যাগ করুন নিজে লিখতে শিখুন