Home » শেরপুরে শ্রমজীবীদের মধ্যে ক্যাপ, খাবার স্যালাইন ও পানি বিতরণ

শেরপুরে শ্রমজীবীদের মধ্যে ক্যাপ, খাবার স্যালাইন ও পানি বিতরণ

by desherpotrika
77 views

শেরপুর: তীব্র দাবদাহ ও প্রচণ্ড গরম থেকে রক্ষা পেতে শেরপুর শহরের বিভিন্ন স্থানে শ্রমজীবী মানুষের মধ্যে মাথার ক্যাপ, খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। শেরপুর পৌরসভার উদ্যোগে এসব বিতরণ করা হয়।

আজ রবিবার (২৮ এপ্রিল) দুপুরে শহরের থানার মোড়, নিউমার্কেট ও বটতলা এলাকায় দিনমজুর, রিকশাচালক ও ভ্যানচালকদের মধ্যে এসব বিতরণ করেন পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। ।

তীব্র রোদে রিকশা চালাতে চালকদের কষ্ট হচ্ছে, এ ভাবনা থেকে তাদের কিছুটা স্বস্তি দিতে এমন কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়। ক্যাপ পেয়ে চালকরা এমন উদ্যোগের প্রশংসা করেন।

পৌর কর্তৃপক্ষ জানান,তীব্র গরমের এ সময়ে খাবার স্যালাইন ও পানি বিতরণ চলমান থাকবে। আমরা পর্যায়ক্রমে শহরের বিভিন্ন পয়েন্টে এসব জিনিস বিতরণ করব।

এসময় উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার প্যানেল মেয়র-কামাল হোসেন, নাজমা বেগম, কাউন্সিলর নাহিদসহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এ সম্পর্কিত আরও পড়ুন

x
error: কপি করার অভ্যাস ত্যাগ করুন নিজে লিখতে শিখুন