Home » নাসিরনগরে আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

নাসিরনগরে আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

by desherpotrika
26 views

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)\ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে(২৫ মার্চ) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নিবার্হী কর্মকর্তা মো: ইমরানুল হক ভূইয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আইন শৃংখলা কমিটির প্রধান উপদেষ্টা সরকারি হিসাব সম্পর্কিত ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সৈয়দ এ.কে একরামুজ্জামান সুখন এমপি।

এসময় প্রধান অতিথি সৈয়দ এ.কে একরামুজ্জামান এমপি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার দেশের জানমালের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধ পরিকর। তাই অপরাধ প্রবণতা বন্ধে ও আইনশৃঙ্খলা উন্নয়নের পাশাপাশি প্রশাসন এবং জনপ্রতিনিধিদের সমন্বয়ে এবং সকলের সার্বিক সহযোগিতায় শান্তিময়,উন্নয়নের রোল মডেল হিসেবে নিরাপদ নাসিরনগর গড়ে তুলতে চাই ।

সভায় উপজেলা চেয়ারম্যান ও আইন শৃংখলা কমিটির উপদেষ্টা রাফিউদ্দিন আহমেদ,জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান,সহকারী কমিশনার ভূমি মোনাব্বর হোসেন,উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন,মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,থানার অফিসার্স ইনর্চাজ (ওসি) মো: সোহাগ রানা,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: অভিজিৎ রায়,উপজেরা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: নুরে আলম,পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোহাম্মদ আমজাদ হোসেন,অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবদুল হক,ফান্দাউক ইউপি চেয়ারম্যান ফারুকুজ্জামান ফারুক,চাতলপাড় ইউপি চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম,গোকর্ণ ইউপি চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহিন,কুন্ডা ইউপি চেয়ারম্যান এডভোকেট নাছির উদ্দিন ভূইয়া,ধরমন্ডল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, বুড়িশ্বর ইউপি চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) মো:রুহুল আমিন,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আকতার হোসেন ভূইয়াসহ আইনশৃংখলা কমিটির সসদ্যগণ বক্তব্য রাখেন।

সভায় বক্তারা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনের পাশাপাশি মাদক-জুয়া,চুরি-ডাকাতি বন্ধসহ আইনশৃংখলা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্ব আরোপ হয়। এদিকে আইন-শৃংখলা কমিটির মাসিক সভার আগে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভাসহ মাদকের কুফল,প্রতিরোধ ও প্রতিকার সর্ম্পকে মাদক বিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়। পরে সংসদ সদস্য সৈয়দ এ.কে একরামুজ্জামান উপজেলা মাসিক সমন্বয় সভায় যোগ দেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

x
error: কপি করার অভ্যাস ত্যাগ করুন নিজে লিখতে শিখুন