Home » নাসিরনগরে সোয়ানের উদ্যোগে অসহায়,গরীব ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নাসিরনগরে সোয়ানের উদ্যোগে অসহায়,গরীব ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

by desherpotrika
65 views

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায়,গরীব ও দুস্থদের মাঝে ত্রাণ ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার বিকালে(২২ মার্চ) “মানবতার বিপর্যয়ে পাশে থাকার প্রত্যয়”এই শ্লোগানকে সামনে রেখে সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন অব নুরপুর(সোয়ান)এর উদ্যোগে নুরপুর বাজারস্থ সোয়ানের কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়।

সোয়ানে সহ-সভাপতি মো: দেলোয়ার হোসেন রতনের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন দুখুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্ট ডা: মকবুল হোসেন মুকুল। বিশেষ অতিথি ছিলেন সোয়ানের উপদেষ্ঠা বশির আল হেলাল, উপদেষ্ঠা নাসিরনগর সরকারি কলেজের প্রভাষক মো: মাঈনুদ্দিন ভূইয়া শান্তন, উপদেষ্ঠা প্রধান শিক্ষক নেছার আহমেদ,সোয়ানের আজীবন সদস্য মাহবুব হায়দার খান,ব্রাহ্মণশাসন সমাজ কলাণ সংগঠনের সভাপতি সফিকুল ইসলাম, সদস্য মো: আকবর হোসেন মাষ্টার,হুমায়ুন কবীর,সাজিদুল হক।

অনুষ্ঠানে ১০৫ জন অসহায় ও দুঃস্থদের মধ্যে ঈদ সামগ্রী হিসেবে ১ কেজি তেল , ১ প্যাকেট নুডুস,১ প্যাকেট সেমাই,১ কেজি চিনি,১ কেজি ছানাবুট, আধা কেজি খেজুর,আধা কেজি মুড়ি ও ১ প্যাকেট ট্যাংক বিতরন করা হয়। এসময় সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন অব নুরপুর(সোয়ান)এর নেতৃবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

x
error: কপি করার অভ্যাস ত্যাগ করুন নিজে লিখতে শিখুন