Home » চালু রাইচ কুকার, হঠাৎ বৈদ্যুতিক শট সার্কিট, সুইচ বন্ধ করতে গিয়ে গৃহবধূর মৃত্যু

চালু রাইচ কুকার, হঠাৎ বৈদ্যুতিক শট সার্কিট, সুইচ বন্ধ করতে গিয়ে গৃহবধূর মৃত্যু

by desherpotrika
308 views

আল আমীন (নালিতাবাড়ী) শেরপুর: শেরপুরের নালিতাবাড়ীতে বৈদ‍্যতিক শর্ট সার্কিট থেকে লাগা অগ্নিকাণ্ডের ঘটনায় এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) রাত পৌনে ৯ টার সময় উপজেলার যোগানিয়া ইউনিয়নের পশ্চিম তালুকপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। জানাগেছে- রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার পশ্চিম তালুকপাড়া গ্রামের এরশাদ আলীর স্ত্রী তাস‌লিমা বেগম (৩৫) রান্না ঘরে রাইস কুকারে খাবার রান্না করছিল।

ওই গৃহবধু ঘরের বাইরে থাকায় হঠাৎ বিদ‍্যুতের শর্ট সার্কিট থেকে ঘরে আগুন লেগে যায়। সে বিদ‍্যুতের সুইচ বন্ধ করতে রান্না ঘরে গেলে বিদ‍্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরন করেন। এ বিষয়ে উপজেলা ফায়ার সার্ভিস জানায়, আমাদের টিম আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। ঘরের তেমন ক্ষতি না হলেও গৃহবধুর মৃত্যুর আশংকা করা হচ্ছে।

এব‍্যাপারে নালিতাবাড়ী থানার ওসি মনিরুল আলম ভুইয়া গৃহবধুর মৃত্যুর ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন।

এ সম্পর্কিত আরও পড়ুন

x
error: কপি করার অভ্যাস ত্যাগ করুন নিজে লিখতে শিখুন