Home » কালিয়াকৈরে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ

কালিয়াকৈরে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ

by desherpotrika
37 views

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সরকারি জমির উপর অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা হয়েছে । এ সময় একটি স্বাস্থ্য কেন্দ্রের সামনে অবৈধভাবে গড়ে ওঠা চারটি দোকান ঘর ভেঙে দেয় ভ্রাম্যমান আদালত। তবে কাউকে কোন জরিমানা করা হয়নি।

বুধবার দুপুরে কালিয়াকৈর উপজেলার চা বাগান বাজার এলাকায় চা বাগান উপ-স্বাস্থ্য কেন্দ্রের সামনে সরকারি জমিতে অবৈধ ভাবে গড়ে ওঠা স্থাপনায় অভিযান পরিচালনা করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদ হাই জকী ।

ভেঙে দেওয়া চারটি স্থাপনার মধ্যে ফারুক হোসেন, আনোয়ার হোসেন ও শহীদ মিয়ার তিনটি ফলের দোকান ও একটি ফার্মেসী। তবে কোন জরিমানা করা হয়নি।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, আগে থেকে অভিযোগ ছিল, তাই একটি হাসপাতালের সামনে খাস জমিতে নির্মিত কিছু অবৈধ স্থাপনা এখান থেকে উচ্ছেদ করা হয়েছে ।

এ সম্পর্কিত আরও পড়ুন

x
error: কপি করার অভ্যাস ত্যাগ করুন নিজে লিখতে শিখুন