Home » কাঁটাহার রউফিয়া দাখিল মাদ্রসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান

কাঁটাহার রউফিয়া দাখিল মাদ্রসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান

by desherpotrika
187 views

তৌহিদুল ইসলাম তালুকদার লায়নর, স্টাফ-রিপোর্টার: জয়পুরহাটের কালাই উপজেলার কাঁটাহার রউফিয়া দাখিল মাদ্রসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ২০২৪ সালের দাখিল বিদায়ী পরীক্ষার্থীদের মাদ্রসার প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করেন কাঁটাহার রউফিয়া দাখিল মাদ্রসাটি।

কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। উক্ত অনুষ্ঠানটি কাঁটাহার রউফিয়া দাখিল মাদ্রসার সহকারী শিক্ষক আবু নাছের-এর সঞ্চালনায় কাঁটাহার রউফিয়া দাখিল মাদ্রসার সুপারিনটেনডেন্ট মো. আব্দল আলীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কাঁটাহার রউফিয়া দাখিল মাদ্রসার সভাপতি মো. আব্দুল হান্নান মন্ডল। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলার হাতিয়োর বহুমুখী কামিল মাদ্রসার অধ্যক্ষ ও প্রেসক্লাব কালাই এর উপদেষ্টা মো. আমিনুল ইসলাম, কাঁটাহার রউফিয়া দাখিল মাদ্রসার সহকারী সুপার আব্দুল মালেক, সহকারী শিক্ষক আব্দুল হাই, ইবতেদায়ী শিক্ষক মোছা. রিমা সুলতানা তালুকদার রিনি, সহকারী মৌলভী মো. গোলাম রহমান, সহকারী শিক্ষক মাহমুদুল হক, আসাদুল ইসলাম প্রমুখ। এসময় প্রতিষ্টানের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও সুশীল সমাজের গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিদায়ী পরীক্ষার্থীদেও সুশিক্ষায় শিক্ষিত হয়ে জাতি গঠনের কাজে নিয়োজিত থাকতে হবে, সেই সঙ্গে বাল্য বিবাহ রোধ করতে সকলকে এগিয়ে আসতে হবে।
এরপর বিদায়ী পরীক্ষার্থীদের ফুল দিয়ে ভালোবাসা জানায় শিক্ষার্থীরা। উক্ত মাদ্রসার পক্ষ থেকেও দেওয়া হয় ফুলেল শুভেচ্ছা, কলম, পেন-বক্স ও স্কেল।

পরে কাঁটাহার রউফিয়া দাখিল মাদ্রসায় বিদায় পরীক্ষার্থীদের ভালো ফলাফল কামনায় বিশেষ দোয়া করা হয়। উক্ত দোয়া পরিচালনা করেন কাঁটাহার রউফিয়া দাখিল মাদ্রসার সাবেক সহ-সুপার মো. জামাত আলী।

এ সম্পর্কিত আরও পড়ুন

x
error: কপি করার অভ্যাস ত্যাগ করুন নিজে লিখতে শিখুন