Home » শ্রীবরদীতে অটোরিক্সা থেকে চাঁদাবাজির ঘটনায় মামলা: আটক-১

শ্রীবরদীতে অটোরিক্সা থেকে চাঁদাবাজির ঘটনায় মামলা: আটক-১

by desherpotrika
29 views

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে অটোরিক্সা থেকে অবৈধভাবে চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে মারধরে ঘটনায় থানায় মামলা হয়েছে। সোমবার (২৯ জানুয়ারী) রাতে সাবেক পৌর কাউন্সিরসহ ৩ জনকে আসামী করে শেখদি গ্রামের ইদ্রিস আলী বাদী হয়ে শ্রীবরদী থানায় মামলা দায়ের করে।

এঘটনায় পুলিশ অভিযান চলিয়ে এজহার নামীয় বিল্লাল হোসেন (৩২) নামে একজনকে আটক করে। বাকী আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন থানা অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ জানুয়ারি অবৈধ চাঁদা আদায়কে কেন্দ্র করে শেখদীর গ্রামের অটোরিক্সা চালক শাহজাহান ও আক্রাম হোসেনকে মারধর ঘটনায় গুরুতর আহত হয়। এঘটনায় আহত অটোরিক্সা চালক শাহজাহানের পিতা ইদ্রিস আলী বাদী হয়ে সাবেক পৌর কাউন্সিলর হাবিবুল্লাহ হাবিসহ ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নাম ৫/৬ জনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেন।

শ্রীরদী থানা অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী বলেন, একজনকে আটক করা হয়েছে। বাকী আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

x
error: কপি করার অভ্যাস ত্যাগ করুন নিজে লিখতে শিখুন