Home » নকলায় বশতবাড়ী ও কৃষি জমি দিয়ে নদী খনের কাজ বন্ধের দাবীতে মানববন্ধন

নকলায় বশতবাড়ী ও কৃষি জমি দিয়ে নদী খনের কাজ বন্ধের দাবীতে মানববন্ধন

by desherpotrika
227 views

স্টাফ রিপোর্টার, শেরপুর: শেরপুরের নকলায় বশতবাড়ী ও তিন ফসলী কৃষি জমির মধ্য দিয়ে নদী খনের কার্যক্রম বন্ধের দাবীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার (২৭ জানুয়ারী) সকালে উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদীর তীরে আদর্শগ্রামে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে টাঙ্গাইল্লাপাড়া, মোক্তারচ ও আদর্শগ্রামের প্রায় দুই শতাধিক পরিবার অংশ নেন।

আদর্শ গ্রামের রুবেল মিয়া, আব্দুল মালেক ও পচন মিয়া বলেন, আমরা ব্রহ্মপুত্র নদের তীরবর্তী গ্রাম সমূহে বসবাস করি। নদী ভাঙ্গনের কবলে পড়ে একসময় আমরা গৃহহীন হয়ে পড়েছিলাম। কিছু জমি সরকারের কাছ থেকে বন্দোবস্ত নিয়ে বশতবাড়ী নির্মান করি এবং দীর্ঘদিন যাবৎ বছরে তিনটি ফসল ফলিয়ে জীবিকা নির্বাহ করে আসতেছি। আমাদের নিজস্বও কিছু জমি আছে। এছাড়াও কিছু জমিতে সরকারের পক্ষ থেকে ভূমিহীদের জন্য আদর্শগ্রাম করে দেওয়া হয়েছে। এখন শুনতেছি আমাদের এসব তিন ফসলের জমি দিয়ে নাকি নতুন করে ব্রহ্মপুত্র নদ খনন করা হবে। যদি নতুন করে নদ খনন করা হয় তাহলে আমরা সবাই ভূমিহীন হয়ে পড়ব এবং না খেয়ে সবাইকে মরতে হবে। সরকারের কাছে অনুরোধ যেদিক দিয়ে বর্তমানে ব্রহ্মপুত্র নদের স্রোত বহমান আছে সেদিক দিয়েই নদী খনন করা হোক।

এ সম্পর্কিত আরও পড়ুন

x
error: কপি করার অভ্যাস ত্যাগ করুন নিজে লিখতে শিখুন