Home » নাসিরনগরে শীর্তাতদের মাঝে প্রশিকার কম্বল বিতরণ

নাসিরনগরে শীর্তাতদের মাঝে প্রশিকার কম্বল বিতরণ

by desherpotrika
89 views

 আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)\ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের নিজস্ব অর্থায়নে অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। আজ সোমবার(২২ জানুয়ারি) সকালে প্রশিকার প্রধান নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলামের পৃষ্ঠপোষকতায় দূর্যোগ ব্যবস্থাপনা,ত্রাণ ও পুনর্বাসন কর্মসূচীর আওতায় স্থানীয় প্রশিকার প্রশিক্ষণ মিলনায়তনে তিনশতাধিক পরিবারের মাঝে এসব কম্বল বিতরন করা হয়।

প্রশিকার পরিচালক এ.এস.এম বজলুল গণি বুলবুলের সভাপতিত্বে প্রশিকা নাসিরনগর উন্নয়ন এলাকার ব্যবস্থাপক বিমল দত্তের সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: রাফিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনর্চাজ মো: সোহাগ রানা,সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পুতুল রানী দাস,সাংবাদিক আকতার হোসেন ভূইয়া।

স্বাগত বক্তব্য রাখেন প্রশিকার বিভাগীয় ব্যবস্থাপক অনুপ কুমার সাহা। এসময় প্রশিকার কর্মকর্তা,কর্মী,সদস্যবৃন্দসহ এলাকার স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কম্বল বিতরণকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: রাফিউদ্দিন আহমেদ প্রশিকাকে ধন্যবাদ জানিয়ে বলেন শীতার্ত অসহায় মানুষের জন্য প্রশিকা যে উদ্যোগ গ্রহণ করেছে সেটা সত্যিই প্রশংসার দাবী রাখে।

তাই প্রশিকার পাশিাপাশি সমাজের বিত্তশীল সকল মানুষকে অসহায় শীতার্ত মানুষের পাশে এগিয়ে আসার আহবান জানান। কম্বল বিতরণের বিষয়ে প্রশিকার কর্মকর্তারা জানান,প্রশিকা বাংলাদেশের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। ১৯৭৬ সাল থেকে বাংলাদেশের দরিদ্র মানুষের অবস্থার উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্রশিকা। এবছর নাসিরনগর উন্নয়ন এলাকায় ৩০০ কম্বল বিতরণ করা হচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

x
error: কপি করার অভ্যাস ত্যাগ করুন নিজে লিখতে শিখুন