Home » দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: শেরপুরে দুটি আসনে নৌকা ও ১টিতে ট্রাক প্রতীক বিজয়ী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: শেরপুরে দুটি আসনে নৌকা ও ১টিতে ট্রাক প্রতীক বিজয়ী

by desherpotrika
138 views

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি: সদ্য সম্পন্ন হওয়া দ্বাদশ জাতীয় জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর জেলার ৩টি সংসদীয় আসনে ২টিতে নৌকা ১টিতে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন- শেরপুর-১ আসনে ছানুয়ার হোসেন ছানু ট্রাক প্রতীকে-১৩৬০৯৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি আতিউর রহমান আতিক (নৌকা) প্রাপ্ত ভোট- ৯৩০৩৭।

শেরপুর-২ আসনে বেগম মতিয়া চৌধুরী নৌকা প্রতীকে ২২০১৪২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি সৈয়দ মুহাম্মদ আবু সাঈদ আঙ্গুর (ঈগল)-প্রাপ্ত ভোট- ৫৩৪২।

শেরপুর-৩ আসনে এ.ডি.এম শহিদুল ইসলাম নৌকা প্রতীকে-১০২৪৪৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি- স্বতন্ত্র প্রার্থী এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম (ট্রাক)-প্রাপ্ত ভোট-৪৬৭২৮।

এ সম্পর্কিত আরও পড়ুন

x
error: কপি করার অভ্যাস ত্যাগ করুন নিজে লিখতে শিখুন