Home » কালিয়াকৈরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ও ইউপি সদস্যের উপর হামলা, মারধর আহত-৩

কালিয়াকৈরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ও ইউপি সদস্যের উপর হামলা, মারধর আহত-৩

by desherpotrika
33 views

কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি গাজীপুর ১ আসনের নৌকা প্রতীকের সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর হামলা মারধরের অভিযোগ। ওই ঘটনায় আহত হয়েছেন তিনজন। সোমবার রাতে শরিফ আল মামুন বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন। আহত হলেন, উপজেলার কুন্দাঘাটা এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে শরীফ আল মামুন (৪২),। তিনি বোয়ালি ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য।

সোমবার (২৫) রাত সাতটার দিকে উপজেলা বোয়ালি ইউনিয়নের গাছবাড়ি এলাকায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা ভোট চাইতে গেলে এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা গেছে, স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ও‌ উপজেলা আওয়ামী লীগের যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং বোয়ালী ইউনিয়ন পরিষদের ০২নং ওয়ার্ড ইউপি সদস্য শরিফ আল মামুন। রাত সাতটার দিকে উপজেলার বোয়ালি ইউনিয়নে গাছবাড়ি এলাকায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ট্রাক প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারনা চালাচ্ছে।

এসময় নৌকার সমর্থক ফারুক হোসেন (৪০), নাজিম উদ্দিন (৪১), জি এম (২৯) সহ তাহাদের সহযোগী অজ্ঞাতনামা ১৫/২০ জন পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হইয়া বে-আইনী জনতাবদ্ধে অতর্কিতভাবে আমাদের সমাবেশের সামনে নির্বাচনী প্রচারনার কাজে বাধা প্রদান করে। বিবাদীদের বাধা নিষেধ করলে ফারুকের হাতে থাকা লাঠি দিয়া আমাকে এলোপাথারী মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। আমার চিৎকারে আমার সহকর্মী মোজাম্মেল হোসেন, শাহিন, মীর তারেক হাসান অপু, সহিদুল ইসলাম এগিয়ে আসলে তাদেরকেও এলোপাথারী কিলঘুসি ও লাথি মারিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। আমাকে টানা হেচড়া করিয়া আমার পড়নের পাঞ্জাবি ছিড়িয়া ফেলে।

এসময় আমার ডাক চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে আসলে আমাদের লোকজনদের খুন করে লাশ গুম করার হুমকি প্রদান করে ঘটনাস্থল থেকে দ্রুত চলে যায়। ওই ঘটনায় শরীফ আল মামুন বাদী হয়ে সোমবার রাতে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফ এম নাসিম জানান,ওই ঘটনায় দু পক্ষেরই অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

x
error: কপি করার অভ্যাস ত্যাগ করুন নিজে লিখতে শিখুন