Home » শেরপুর-৩ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে গামছা প্রতীকের প্রার্থীকে জরিমানা

শেরপুর-৩ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে গামছা প্রতীকের প্রার্থীকে জরিমানা

by desherpotrika
58 views

 মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে দেয়ালে পোস্টার লাগানোর অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গামছা প্রতীকের এমপি পদপ্রার্থী মোঃ সুন্দর আলীকে ২ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে।

বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর এ দন্ডাদেশ প্রদান করেন। ভ্রাম্যামাণ আদালত সুত্রে জানা গেছে, ঝিনাইগাতী বাজার এলাকায় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে দেয়ালে পোস্টার লাগানোর অপরাধে এ জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর জানান,নির্বাচন বিধি উপেক্ষা করে দেয়ালে ও বিদ্যুতের খুঁটিতে শেরপুর-৩ আসনে গামছা প্রতীকের প্রার্থী মোঃ সুন্দর আলীর পোস্টার লাগানো ছিল। তিনি আরও জানান,যাহারা নির্বাচনে আচারণবিধি লঙ্ঘন করবেন তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনের আওতায় আনা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

x
error: কপি করার অভ্যাস ত্যাগ করুন নিজে লিখতে শিখুন