Home » নকলায় রাজু হত্যা মূল আসামীর ২ দিনের রিমান্ড মঞ্জুর

নকলায় রাজু হত্যা মূল আসামীর ২ দিনের রিমান্ড মঞ্জুর

by desherpotrika
796 views

স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় সাজনা গাছের ডাল ভাঙ্গা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে রাজু মিয়া (৩৫) হত্যা মামলার এক আসামীর ২ দিনের রিমান্ড মুঞ্জুর করেন আদালত।

গত শনিবার (১৬ ডিসেম্বর) মামলার তদন্তকারী কর্মকর্তা নকলা থানার এসআই সুমন আহমেদ এর ৭ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে শুনানী শেষে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ২দিনের রিমান্ড মুঞ্জুর করেন শেরপুর জিআর আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারিন ফারজানা। রিমান্ডপ্রাপ্ত আসামী হলেন, উপজেলার গৌরদ্বার ইউনিয়নের পাইস্কা মো: আব্দুল মান্নান দেওয়ানের পুত্র আবু বাক্কার সিদ্দিক মুন্সি (৩৮)।

এসআই সুমন আহমেদ জানান, বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) আসামীককে জেলা কারাগার থেকে ২ দিনের রিমান্ডে নকলা থানায় নিয়ে আসা হইছে। তাকে জিজ্ঞাবাদে চাঞ্চল্যকর কিছু তথ্য পাওয়া গেছে।  আজ শনিবার (২৩ ডিসেম্বর) সকালে রিমান্ড শেষে আদালতের মাধ্যমে আসামীদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

জানাযায়, রোববার (১০ ডিসেম্বর) দুপুরে নকলার উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের পাইস্কা গ্রামে গোরস্থানের রাস্তায় হেলে পড়া সাজনা গাছের ডাল ভাঙা নিয়ে তর্কাতর্কির জেরে সংঘর্ষের ঘটনায় আহত হন ওই গ্রামের মৃত. নূরল আমিনের পুত্র রাজু মিয়া (৩৫) নামে এক যুবক। শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ওই ঘটনায় পাইস্কা গ্রামের হাকিম উদ্দিনের ছেলে রহুল আমিন (৬০) বাদী হয়ে নকলা থানায় ৭ জনকে স্বনামে ও আরও ৪/৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল কাদের মিয়া জানান, রাজু হত্যার ঘটনার প্রধান আসামী আবু বাক্কার সিদ্দিক মুন্সি নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। আদালতের কাছে ৭ দিনের রিমান্ড চাইলে শুনানী শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে কিছু গুরুত্বপুর্ন তথ্য পাওয়া গেছে। পলাতক অন্যান্য আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

x
error: কপি করার অভ্যাস ত্যাগ করুন নিজে লিখতে শিখুন