Home » নকলায় নিয়ন্ত্রন হারিয়ে গাছের ধাক্কায় মোটরসাইল আরোহী নিহত: চালক আহত

নকলায় নিয়ন্ত্রন হারিয়ে গাছের ধাক্কায় মোটরসাইল আরোহী নিহত: চালক আহত

by desherpotrika
625 views

স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের গাছের ধাক্কায় আরোহী মোঃ মনিরুল ইসলাম (১৮) নামের এক যুবক নিহত ও অপর যুবক চালক শহিদ মিয়া (১৭) আহত হয়েছেন। শুক্রবার (২২ ডিসেম্বর) রাত অনুমান পনে ১২টার দিকে উপজেলার চরঅস্টধর ইউনিয়নের দরবারচর জামে মসজিদের সামনে ওই দূর্ঘটনা ঘটে। নিহত মনিরুল ইসলাম নারায়নখোলা এলাকার কলিমদ্দিনের পুত্র ও আহত শহিদ মিয়া বারারচরের সুজন মিয়ার পুত্র।

স্থানীয়সূত্র ও পুলিশ জানায়, শুক্রবার রাত আনুমানিক পনে ১২টার দিকে ওয়াজ মাহফিল শুনে মোটরসাইকেল চালিয়ে আসছিল শহিদ মিয়া। আরোহী ছিলেন মনিরুল ইসলাম। কাজাইকাটা হতে নারায়নখোলা বাজার আসার পথে দরবারচর জামে মসজিদের সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে লাগলে আহত হন মোটরসাইকেল চালক ও আরোহী। আহত অবস্থায় স্থানীয়রা দুজনকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আরোহী মনিরুল ইসলামকে মৃত ঘোষণা করেন ও চালক শহিদ মিয়ার অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

কলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল কাদের মিয়া জানান, আমরা শুক্রবার রাতে সংবাদ পাই কাজাইকাটা হতে নারায়নখোলা বাজার আসার পথে দরবারচর জামে মসজিদের সামনে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। আহত অবস্থায় উদ্ধার করে মোটরসাইকেল চালক শহিদ মিয়া ও আরোহী মনিরুল ইসলামকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আরোহী মনিরুল ইসলামকে মৃত ঘোষণা করেন ও চালককে ময়মনসিংহ হাসপাতালে রেফার্ড করেন। পরে নিহত মনিরুলের সুরতহাল প্রস্তুত করা হয়। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা শেষে মনিরুলের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

x
error: কপি করার অভ্যাস ত্যাগ করুন নিজে লিখতে শিখুন