Home » নকলায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত

নকলায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত

by desherpotrika
523 views

নকলা (শেরপুর) প্রতিনিধি: সারাদেশের ন্যায় শেরপুরের নকলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। সকালে সরকারি হাজী জালমামুদ কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন।

এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন, ওসি মো: আব্দুল কাদের মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, যুবলীগের আহব্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সোহেল এবং বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তর, রাজনৈতিক ও সহযোগী অংঙ্গ সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় দিবস উদযাপন উপলক্ষে নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা, শিশু কিশোর, ছাত্রছাত্রী, কাবদল, গার্লস গাইড, পুলিশ ও আনসার ভিডিপি সদস্যের সমন্বয়ে কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

x
error: কপি করার অভ্যাস ত্যাগ করুন নিজে লিখতে শিখুন