Home » শ্রীবরদীতে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন

শ্রীবরদীতে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন

by desherpotrika
63 views

আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন নানা কর্মসূচিতে উদযাপিত হয়েছে।

শনিবার ( ৯ ডিসেম্বর ) সকাল ১১টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদকের সামনে থেকে শ্রীবরদী চৌরাস্তা পর্যন্ত একটি র‍্যালী শেষে মানববন্ধন ও উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: ইফতেখার ইউনুস।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জুয়েল আকন্দ। এছাড়াও উক্ত মানববন্ধন, র‍্যালী ও আলোচনা সভায় ব্র‍্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচির এসোসিয়েট অফিসার (শ্রীবরদী) হামিরুল ইসলাম সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, সরকারি-বেসরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন বিদ‍্যালয়ের শিক্ষার্থী, ব্র‍্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচির স্বপ্নসারথি দলের কিশোরীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা নারী জাগরনে বেগম রোকেয়ার অগ্রনী ভূমিকা, নারী নির্যাতন প্রতিরোধে নারী-পুরুষের সমতা নিয়ে আলোচনা করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

x
error: কপি করার অভ্যাস ত্যাগ করুন নিজে লিখতে শিখুন