Home » নাসিরনগরে ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ২১টি নতুন ভবন উদ্বোধন

নাসিরনগরে ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ২১টি নতুন ভবন উদ্বোধন

by desherpotrika
78 views

আকতার হোসেন ভুইয়া (নাসিরনগর) ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ২১টি নব-নির্মিত বহুতল ভবনের উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ২১টি নতুন ভবনের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি।

এ উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ফখরুল ইসলাম।ভলাকুট ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আতাউর রহমান গিলমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রাফিউদ্দিন আহমেদ,ব্রাহ্মণবাড়িয়া শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: কামরুল আহসান,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক লতিফ হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আজহারুল ইসলাম ভূইয়া। উদ্বোধনী সভায় ইউপি চেয়ারম্যান পুতুল রানী দাস, নাসিরনগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাঈনুদ্দিন ভূইয়া,প্রধান শিক্ষক আবদুর রহিম,ফান্দাউক মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা সুপার মাওলানা মো: আবু বক্কর ভূইয়া,প্রেসক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী,প্রভাষক নির্মল চৌধুরী,শিক্ষানুরাগী মো: শামসুল হকসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

এসময় সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি,বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি,অভিভাবক, শিক্ষক,শিক্ষার্থীসহ আওয়ামীলীগের দলীয় নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি বলেন,বর্তমান সরকারের আমলেই দেশে সর্বোচ্চ উন্নয়ন হয়েছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামীলীগ সরকারের কোন বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে আবারও শেখ হাসিনার সরকারকে বিপুল ভোটে বিজয়ী করতে সকলের প্রতি আহবান জানান।

প্রায় ৯০ কোটি টাকা ব্যয়ে উদ্বোধন করা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে-নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ে ২টি,ভলাকুট ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ে ২টি,নুরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ২টি,জেঠাগ্রাম উচ্চ বিদ্যালয়ে ২টি,বিজয়লক্ষী স্কুল এন্ড কলেজে ২টি,নাসিরনগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ১টি,গুনিয়াউক উচ্চ বিদ্যালয়ে ১টি,কুন্ডা উচ্চ বিদ্যালয়ে ১টি,গোয়ালনগর উচ্চ বিদ্যালয়ে ১টি,ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয়ে ১টি,বড়নগর উচ্চ বিদ্যালয়ে ১টি,গৌরাঙ্গ মহাপ্রভূ মাধ্যমিক বিদ্যালয়ে ১টি,দাতঁমন্ডল এরফানিয়া আলিম মাদ্রাসায় ১টি,খান্দুরা ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ১টি,ফান্দাউক মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসায় ১টি ও মাদ্রাসা-ই-মিরানিয়া কচুয়া মাদ্রাসায় ১টি ভবন।

এ সম্পর্কিত আরও পড়ুন

x
error: কপি করার অভ্যাস ত্যাগ করুন নিজে লিখতে শিখুন