Home » নকলায় সর্বজনীন পেনশন স্কিমের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

নকলায় সর্বজনীন পেনশন স্কিমের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

by desherpotrika
251 views

স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ অক্টোবর) দুপুর ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন এর সভাপতিত্বে আয়োজিত অবহিতকরণ সভায় বক্তত্য রাখেন উপজেলা পরিষদরে ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, জেলা পরিষদের সদস্য মো: সানোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী, সাংবাদিক শফিউল আলম লাভলু প্রমুখ। এসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, সচিব ও উদ্যেক্তাসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন উপস্থিত সকলের উদ্যেশে বলেন, ৮ থেকে ৫০ বছর বয়সী সব কর্মক্ষম নাগরিক সর্বজনীন পেনশনব্যবস্থায় অংশগ্রহণ করতে পারবেন। পেনশনধারীরা আজীবন, অর্থাৎ মৃত্যুর আগপর্যন্ত পেনশনসুবিধা ভোগ করবেন। বিদেশে কর্মরত বাংলাদেশিরা অন্তর্ভুক্ত হতে পারবেন এতে। জাতীয় পরিচয়পত্রকে ভিত্তি ধরে নাগরিকেরা পেনশন হিসাব খুলতে পারবেন। পেনশন কর্মসূচিতে জমা করা অর্থ কোনো পর্যায়ে এককালীন উত্তোলনের সুযোগ থাকবে না। তবে আবেদনের পরিপ্রেক্ষিতে জমা করা অর্থের সর্বোচ্চ ৫০ শতাংশ ঋণ হিসেবে উত্তোলন করা যাবে, যা সুদসহ পরে পরিশোধ করতে হবে। কমপক্ষে ১০ বছর চাঁদা দেওয়ার আগে নিবন্ধিত চাঁদাদানকারী মারা গেলে জমা করা অর্থ মুনাফাসহ তাঁর নমিনিকে ফেরত দেওয়া হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

x
error: কপি করার অভ্যাস ত্যাগ করুন নিজে লিখতে শিখুন