Home » নকলায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

নকলায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

by desherpotrika
177 views

নকলা (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নকলায় শারদীয় দুর্গোৎসব যথাযথভাবে পালনের লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ সভাকক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো: বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, মেয়র হাফিজুর রহমান লিটন, ডাক্তার মো: ওয়ালী উল্ল্যাহ, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রিয়াদ মাহমুদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবজিৎ পোদ্দার ঝুমুর, সাধারণ সম্পাদক অভিজিৎ কুমার বণিক অভি প্রমুখ।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবজিৎ পোদ্দার ঝুমুর বলেন, এ বছর নকলায় ১৯টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। আগামী ২০ অক্টোবর ষষ্ঠি পূজার মাধ্যমে শ্রী শ্রী দূর্গা পূজা শুরু ও ২৪ অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে শ্রী শ্রী দূর্গা পূজার সমাপনী ঘটবে।

উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হরিদাশী রানী সাহা বলেন, দুর্গাপূজায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি উপজেলা আনসার ভিডিপির ৮৬ জন পুরুষ সদস্য ও ৩১ জন নারী সদস্য মোতায়েন থাকবে। এর মধ্যে পিসি ১৯জন, এপিসি ৯ জন।

এ সম্পর্কিত আরও পড়ুন

x
error: কপি করার অভ্যাস ত্যাগ করুন নিজে লিখতে শিখুন