Home » নকলায় বিনামূল্যে মাসকালাই বীজ ও রাসায়নিক সার বিতরণ

নকলায় বিনামূল্যে মাসকালাই বীজ ও রাসায়নিক সার বিতরণ

by desherpotrika
601 views

স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় ২০২৩-২৪ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে মাসকালাই আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বুধবার (২০ সেপ্টম্বর) সকালে উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে ওই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালীন মেহেদী প্রমুখ।

ওই সময় রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, উপসহকারি কৃষি কর্মকর্তাবৃন্দ, সুবিধাভোগী কৃষকসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কৃষিবিদ শাহরিয়ার মোরসালীন মেহেদী বলেন, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ উপজেলার সুবিধাভোগী ২শ ২০জন কৃষকের মাঝে বিনামূল্যে জনপ্রতি উন্নত জাতের ৫কেজি মাসকালাইয়ের বীজ, ১০কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

x
error: কপি করার অভ্যাস ত্যাগ করুন নিজে লিখতে শিখুন