Home » কালাইয়ে প্রীতি ফুটবল খেলায় ১-১ গোলে ড্র

কালাইয়ে প্রীতি ফুটবল খেলায় ১-১ গোলে ড্র

by desherpotrika
177 views

তৌহিদুল ইসলাম তালুকদার লায়নর, স্টাফ-রিপোর্টার: জয়পুরহাটের কালাইয়ে ‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক মোবাইল ছেড়ে খেলতে চল’- এ শ্লোগানে জেলা বনাম কালাই উপজেলা প্রশাসন প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ‘কালাই উপজেলা ক্রীড়া সংস্থা’ এ খেলার আয়োজন করে। তরুণ এবং যুবক শিক্ষার্থীদের মাদক এবং মোবাইলের আসক্তি থেকে বেরিয়ে আনার জন্য জেলার পাঁচটি উপজেলায় পর্যায়ক্রমে এ খেলা অনুষ্ঠিত হবে।

উক্ত খেলায় জেলা প্রশাসনের পক্ষে ১০ নম্বর জার্সি পরে অধিনায়কত্ব করেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। তিনি রক্ষণভাগে খেলেন এবং প্রথমার্ধে মাত্র ১৪ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন। উভয় দলের ২২ জন খেলোয়ার তাঁদের দক্ষতা প্রমাণে প্রাণপণ চেষ্টা করেন। খেলোয়ারদের নৈপুণ্য দেখার জন্য মাঠের চারপাশের শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষেরা ভীড় করে। তাঁরা খেলোয়াড়দের উৎসাহ দিতে থাকেন। এভাবে দ্বিতীয়ার্ধের ২ মিনিটের মাথায় কালাই উপজেলা প্রশাসনের পক্ষে ৯ নম্বর জার্সি পরিহিত শাহেদ সমতাসূচক গোলটি করেন। এক ঘন্টার পুরো খেলা জুড়ে ছিল টানটান উত্তেজনা। এমন ফুটবল টুর্ণামেন্ট দেখতে পেরে দারুণ খুশি উপস্থিত দর্শকরা।

উক্ত খেলোয়ার সেলিম জানান, খেলায় হারজিত বড় বিষয় নয়, আমরা আজ এমন একটা টুর্ণামেন্টে খেলেছি- যেখানে জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী নিজেই অংশগ্রহণ করেছেন। তাঁর সঙ্গে খেলতে পেড়েছি তাই আমরা বেশি আনন্দিত।

এসময় জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী জানান, শিক্ষার্থীদের মাদক এবং মোবাইলের আসক্তি থেকে বেরিয়ে এনে, তাদের স্বাভাবিক জীবন যাপনে ফিরিয়ে আনতেই আজকের এ ফুটবল টুর্ণামেন্টের আয়োজন। পুরো খেলায় ছিলো প্রাণ-চাঞ্চল্য। সকলেই তা বেশ উপভোগ করেছেন।

এ প্রীতি ফুটবল খেলায় প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। সেখানে আরও উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাত আরা তিথি, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দীন, জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদ লেবু, কালাই ময়েন উদ্দিন সরকারি উ”চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুল, কালাই উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো.মাফছাদুল হক তালুকদার জনি প্রমুখ।

এ সম্পর্কিত আরও পড়ুন

x
error: কপি করার অভ্যাস ত্যাগ করুন নিজে লিখতে শিখুন