Home » শ্রীবরদীতে ক্ষুদ্র নৃ-গোষ্টিদের মাঝে হাঁস মুরগী বিতরণ

শ্রীবরদীতে ক্ষুদ্র নৃ-গোষ্টিদের মাঝে হাঁস মুরগী বিতরণ

by desherpotrika
112 views

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্টির জীবনমান উন্নয়নের জন্য হাঁস মুরগী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে সমন্বিত উন্নয়ন প্রকল্পের আওতায় ১ শত ৪৮ জন উপকারভোগির মাঝে ২০টি করে হাঁস ও ২০টি করে মুরগী বিতরণ করা হয়। ইতিপূর্বে এই সকল উপকারভোগিদের মাঝে হাঁস মুরগী লালন পালনের জন্য ঘর বিতরণ করা হয়েছে। এছাড়া, আরও ৯ কেজি করে হাঁস মুরগীর খাবার বিতরণ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.ডি.এম শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উমর ফারুক, উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন চেয়ারম্যান প্রাঞ্জল এম সাংমা ও মাঠ সহকারি রাজিব জেংচাম।

এ সম্পর্কিত আরও পড়ুন

x
error: কপি করার অভ্যাস ত্যাগ করুন নিজে লিখতে শিখুন