Home » শ্রীবরদীতে খামারীদের উন্নত জাতের ঘাস প্রদর্শনীর জন্য আর্থিক প্রণোদনা প্রদান

শ্রীবরদীতে খামারীদের উন্নত জাতের ঘাস প্রদর্শনীর জন্য আর্থিক প্রণোদনা প্রদান

by desherpotrika
105 views

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের শ্রীবরদীতে প্রাণিপুষ্টির উন্নয়নে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের আওতায় উপজেলার ২০ জন খামারীদের মাঝে আর্থিক প্রণোদনা প্রদান করা হয়েছে।

সোমবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর শ্রীবরদী’র বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস’র সভাপতিত্বে ২০ জন খামারীর মাঝে প্রত্যেককে ৫ হাজার টাকার আর্থিক প্রণোদনা প্রদান করা হয়।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.ডি.এম শহিদুল ইসলাম। অন্যানের মাঝে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা আমিরুল ইসলাম, প্রাণিসম্পদ অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারি, বিভিন্ন ইউনিয়নের খামারীবৃন্দ।

এসময় প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উমর ফারুক বলেন, খামারীদের স্বল্প মূল্যে ঘাস চাষের জন্য উন্নত জাতের ঘাস (নেপিয়ার- পাকচং-১) প্রদর্শনীর জন্য এ প্রণোদনা প্রদান করা হয়। উন্নত চাতের উচ্চ ফলনশীল এ ঘাসের মাধ্যমে দানাদার খাবারের উপর নির্ভরশীলতা অনেকাংশে কমানো সম্ভব।

এ সম্পর্কিত আরও পড়ুন

x
error: কপি করার অভ্যাস ত্যাগ করুন নিজে লিখতে শিখুন