Home » কেন্দুয়ায় নিবন্ধনহীন হ্যাচারী পরিচালনা করায় ১০ হাজার টাকা জরিমানা

কেন্দুয়ায় নিবন্ধনহীন হ্যাচারী পরিচালনা করায় ১০ হাজার টাকা জরিমানা

by desherpotrika
101 views

মো: হুমায়ুন কবির কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নিবন্ধনহীন অবস্থায় মৎস্য হ্যাচারী পরিচালনা করার অপরাধে এক হ্যাচারী মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৩ আগস্ট) বিকেলের দিকে উপজেলার মাসকা ইউনিয়নের জয়কা সাতাশি এলাকায় এক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাবেরী জালাল।

এ সময় কাশেম হ্যাচারী নামে স্থানীয় একটি প্রতিষ্ঠানকেও সতর্ক করে ভ্রাম্যমান আদালত। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আজহারুল আলমসহ এ সময় সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত হ্যাচারী মালিক হলেন, আতাউর রহমান আতিক। তিনি আতিক মৎস্য হ্যাচারীর মালিক এবং স্থানীয় জয়কা গ্রামের বাসিন্দা।

এ বিষয়ে ইউএনও কাবেরী জালাল বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে নিবন্ধনহীন অবস্থায় আতিক মৎস্য হ্যাচারী পরিচালনা করার অপরাধে মৎস্য হ্যাচারী আইন ২০১০ অনুযায়ী ওই হ্যাচারী মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি স্থানীয় কাশেম হ্যাচারীকে সতর্ক করে দেওয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

x
error: কপি করার অভ্যাস ত্যাগ করুন নিজে লিখতে শিখুন