Home » ডেঙ্গু সচেতনতায় জবিতে নানা কর্মসূচি

ডেঙ্গু সচেতনতায় জবিতে নানা কর্মসূচি

by desherpotrika
416 views

মোঃ আব্দুল কাদের মিঠু, জবি প্রতিনিধি: ডেঙ্গু সচেতনতায় নটরডেমিয়ানস সোসাইটি অব জগন্নাথ ইউনিভার্সিটি ও লিও ক্লাবের যৌথ আয়োজনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

এসব কর্মসূচির মধ্যে ছিল বৃক্ষরোপণ, ডেঙ্গু মশা নিধন-সচেতনতা বৃদ্ধি এবং ক্যাম্পাস পরিষ্কারকরণ।

আজ ১৩ আগস্ট (রবিবার) দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এসব কর্মসূচি পালন করা হয়।

এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।

এছাড়াও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: শাহজাহান, লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান খন্দকার, প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ ইব্রাহীম ফরাজী ও সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সংগঠনগুলোর সদস্যরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ১০ টি বৃক্ষরোপণ এবং ডেঙ্গু মশা নিধন স্প্রে ব্যাবহার করেন৷ পাশাপাশি সচেতনতা বৃদ্ধিতে র‌্যালি সহ ক্যাম্পাস প্রাঙ্গণে পড়ে থাকা বিভিন্ন প্লাস্টিক, কাগজ, ময়লা ইত্যাদি বস্তু অপসারণ করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

x
error: কপি করার অভ্যাস ত্যাগ করুন নিজে লিখতে শিখুন