Home » শেরপুরে মিন্না শেখ হত্যার দুই আসামী র‌্যাবের হাতে গ্রেফতার

শেরপুরে মিন্না শেখ হত্যার দুই আসামী র‌্যাবের হাতে গ্রেফতার

by desherpotrika
189 views

স্টাফ রিপোর্টার: শেরপুর শহরের গভীর রাতে উচ্চ শব্দে সাউন্ডবক্স বাজাতে নিষেধ করার চাঞ্চল্যকর রিকশাচালক মোহাম্মদ আলী ওরফে মিন্না শেখ হত্যার প্রধান দুই আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল রোববার ভোর রাতে র‌্যাবের পৃথক দুটি দল বগুড়া জেলার আদমদিঘী থানা এবং ফরিদপুর জেলার কোতয়ালী থানার ডুমরা এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার প্রধান দুই আসামী রাজিব মিয়া এবং রাজন মিয়াকে গ্রেফতার করে। র‌্যাব চৌদ্দ এর স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, গত পহেলা  আগষ্ট রাতে রিক্সা চালিয়ে বাসায় ফিরে শেরপুর শহরের পশ্চিম শেরী পাড়ার মিন্না শেখ। তার ঘরের সাথেই কবরস্থানে এলাকার চিহ্নিত সন্ত্রাসী রাজিব, রাজন, সোহান ও রবিউল করিম বক্স বাজাতে থাকে। এতে উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজানোর কারণে ঘুমুতে পারছিলনা সে। তাই বক্স বাজাতে বন্ধ করতে বললে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পেটের ভুরি বের করে দেয় মিন্না শেখের। পরে তাকে প্রথমে শেরপুর জেলা হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই দুই আগষ্ট মারা যায় দুই শিশু সন্তানের জনক মিন্না শেখ।

এ ঘটনায় শেরপুর সদর থানায় পাঁচ সন্ত্রাসীর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী। হত্যা কান্ডের ঘটনা ঘটিয়েই পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে র্যাব অভিযান চালিয়ে প্রধান দুই আসামীকে গ্রেফতার করে।

এ সম্পর্কিত আরও পড়ুন

x
error: কপি করার অভ্যাস ত্যাগ করুন নিজে লিখতে শিখুন