Home » শেরপুরে ডেঙ্গু জ্বরে মৃত্যু ১: নতুন আক্রান্ত ২২

শেরপুরে ডেঙ্গু জ্বরে মৃত্যু ১: নতুন আক্রান্ত ২২

by desherpotrika
236 views

জেলা প্রতিনিধি শেরপুরঃ শেরপুর জেলার সার্বিক ডেঙ্গু পরিস্থিতির আরো অবনতি হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে হাসপাতালে ২২ জন ভর্তি হয়েছে। মারা গেছে একজন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলায় বিভিন্ন হাসপাতালে ৭৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। এরমধ্যে ৫৮ জন রোগী ভর্তি আছে ২৫০ শয্যা বিশিষ্ট শেরপুর জেলা হাসপাতালে।

এদিকে জেলার শ্রীবরদী উপজেলার ভাটি লঙ্গরপাড়ার মোঃ সেলিম মিয়া (৩৮) নামের এক শ্রমিক ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ৫ আগষ্ট মারা যায়।

ভাটি লংগর পাড়া বেপারি বাড়ির মোহাম্মদ আলীর একমাত্র পুত্র সেলিম মিয়া ঢাকায় শ্রমিক হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলো। সে ৪ আগষ্ট ঢাকা থেকে জ্বর নিয়ে বাড়ি আসে। পরে তাকে শেরপুর ডা: আসাদুজ্জামানের কাছে নিয়ে গেলে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন তিনি। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

x
error: কপি করার অভ্যাস ত্যাগ করুন নিজে লিখতে শিখুন