Home » নকলায় শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৪ তম জন্মবার্ষিকী পালন

নকলায় শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৪ তম জন্মবার্ষিকী পালন

by desherpotrika
168 views

ষ্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৪ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

শনিবার (৫ আগস্ট) সকাল ৯টা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর প্রতিকৃতিতে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা কমান্ড, নকলা পৌরসভা, সরকারি হাজী জালমামুদ ডিগ্রী কলেজ ও নকলা থানা।

পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন এঁর সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো: বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, সরকারি হাজী জালমাদু কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আলতাব আলী, প্রানী সম্পদ কর্মকর্তা ড. মো: ইসহাক আলী, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইস্কান্দার হাবিব, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছামিউল হক মুক্তা, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সোহেল প্রমুখ।

এসময় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্ধ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এরপর যুবঋণের চেক বিতরণ, গাছের চারা রোপণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

x
error: কপি করার অভ্যাস ত্যাগ করুন নিজে লিখতে শিখুন