Home » নকলায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

নকলায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

by desherpotrika
252 views

স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলা উপজেলায় গ্যাস সিলিন্ডারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি রাখায় ৬ প্রতিষ্ঠানকে ২১ হাজার ৫’শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ রবিবার (৩০ জুলাই) দুপুরে নকলা পৌর শহরের বিভিন্ন জায়গায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া উম্মুল বানিন। এসময় থানা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন বলেন, নকলা বাজারে ভোক্তাদের কাছে বিভিন্ন পণ্য সরকারের নির্ধারিত মূল্য অপেক্ষা বেশি মূল্যে বিক্রয়ের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিশেষ করে এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রয়ের ক্ষেত্রে বিক্রির কোন শর্তাবলি না মানা,  বিক্রয়ের সময় নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্যে বিক্রি করা এবং ভোক্তাকে বিক্রয় রশিদ সরবরাহ না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় ৬ মামলা পরিচালনার মাধ্যমে ২১ হাজার ৫’শ টাকা জরিমানা আদায় করা হয়। ভবিষ্যতে যাতে নির্ধারিত দামের অতিরিক্ত না নেওয়া হয় সেজন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

x
error: কপি করার অভ্যাস ত্যাগ করুন নিজে লিখতে শিখুন