Home » নকলায় বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

নকলায় বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

by desherpotrika
206 views

স্টাফ রিপোর্টার: ‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় বিভিন্ন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) সকালে উপজেলা পরিষদের সামনে ওই সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন।

পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে পরিষদ চত্বর প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এর পর উপজেলা পরিষদ সভাকক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ বাস্তবায়ন কমিটির আয়োজনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোছা: আম্বিয়া খাতুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী প্রমুখ। অনুষ্ঠানটিতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: অনিক রহমান। আলোচনা শেষে উপজেলার শ্রেষ্ঠ মৎস্য চাষীদের সম্মাননা পুরুস্কার দেওয়া হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

x
error: কপি করার অভ্যাস ত্যাগ করুন নিজে লিখতে শিখুন