Home » গ্রেফতার দুই চিকিৎসকের মুক্তির দাবিতে ও নিরাপদ কর্মস্থলের দাবিতে নকলায় মানববন্ধন

গ্রেফতার দুই চিকিৎসকের মুক্তির দাবিতে ও নিরাপদ কর্মস্থলের দাবিতে নকলায় মানববন্ধন

by desherpotrika
344 views

স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে মাহবুবা রহমান আঁখি ও তার নবজাতকের মৃত্যুর ঘটনায় গ্রেফতারকৃত ডা. শাহজাদী ও ডা. মুনা নামে দুই চিকিৎসককে মুক্তির দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স ভবন চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ মানবন্ধনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ গোলাম মোস্তফা, আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা: মো: মাহমুদুল হাসান, গাইনি কলসালটেন্ট ডা: উম্মে রাকিবা জাহান মিতু, মেডিকেল অফিসার ডা: মো. ওয়ালী উল্লাহসহ স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারীরা অংশ গ্রহন করেন।

গাইনি কলসালটেন্ট ডা: উম্মে রাকিবা জাহান মিতু বলেন, অভিযোগ প্রমাণের আগেই ডা. মুনা ও শাহজাদী গ্রেফতার করা হয়েছে। অবিলম্বে তাদের মুক্তি দিতে হবে। এ ধরনের ঘটনায় সংকট বাড়বে জানিয়ে তিনি আরো বলেন, জটিল রোগীর চিকিৎসা করতে গিয়ে যদি চিকিৎসকরা হামলা-মামলার শিকার হয়, তাহলে চিকিৎসকরা আর জটিল রোগীর চিকিৎসা করতে সাহস পাবে না। এতে রোগীদের ভোগান্তি এবং মৃত্যুর হার বেড়ে যাবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, কোনো মৃত্যুই কারো কাম্য নয়, কিন্তু জটিলতা এড়ানো যায় না। পৃথিবীর কোথাও জটিলতার জন্য ফৌজদারি মামলা হয় না। বিনা বিচারে গ্রেফতার চিকিৎসকদের জামিন না হওয়া দুষ্ট লোকদের সুযোগ করে দেওয়ার শামিল। তাই চিকিৎসকদের জামিন ও মামলা প্রত্যাহার করা হোক। প্রমাণের আগেই তাদের হয়রানি বন্ধ করা হোক। আমরা গ্রেফতার হওয়া চিকিৎসকদের অবিলম্বে মুক্তির দাবি জানাচ্ছি। তাদের জেলে অবস্থান একটি বাজে নজির

উল্লেখ্য, রাজধানীর গ্রিন রোডে অবস্থিত সেন্ট্রাল হসপিটালে ভুল চিকিৎসা ও কর্তৃপক্ষের প্রতারণায় মাহবুবা রহমান আঁখি নামে এক প্রসূতি মৃত্যুঝুঁকিতে পড়েছেন বলে অভিযোগ করেন তার স্বামী ইয়াকুব আলী সুমন। তার দাবি, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় মারা গেছে তাদের নবজাতক সন্তানও। এ ঘটনায় ধানমন্ডি থানায় ‘অবহেলাজনিত মৃত্যুর’ একটি মামলা হয়েছে। সেই মামলায় ডা. শাহজাদী ও ডা. মুনাা নামে দুই চিকিৎসককে গ্রেফতার করেছে ধানমন্ডি থানা পুলিশ।

এ সম্পর্কিত আরও পড়ুন

x
error: কপি করার অভ্যাস ত্যাগ করুন নিজে লিখতে শিখুন