Home » নির্মানের একযুগ পর শেরপুর পৌরসভা আন্ত:জেলা বাস টার্মিনালের উদ্বোধন

নির্মানের একযুগ পর শেরপুর পৌরসভা আন্ত:জেলা বাস টার্মিনালের উদ্বোধন

by desherpotrika
110 views

শেরপুর: নির্মানের একযুগ পর শেরপুর পৌরসভা আন্ত: জেলা বাস টার্মিনালের উদ্বোধন করা হয়েছে। ১৫ জুলাই বেলা এগারোটায় জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো: আতিউর রহমান আতিক শেরপুর ১ আসনের এমপি এ বাস টার্মিনালের উদ্বোধন করেন।

এসময় শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা বাস-কোচ মালিক সমিতির সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানুসহ অনেকে উপস্থিত ছিলেন।

জানা যায়, শেরপুর পৌরসভা আন্ত: জেলা বাসটার্মিনাল ইউ.জি.আই প্রকল্পের মাধ্যমে ১২ কোটি টাকা ব্যয়ে এ টার্মিনালকে আধুনিক মানে রুপ দেওয়া হয় ২০২১ সালে। এরপরও এখান থেকে বাস-কোচ চলাচল শুরু করেনি। আর এ টার্মিনালকে চালুকরতে ইতিমধ্যে টার্মিনালের সন্মুখ দিয়েই বাইপাস রোড নির্মাণ করা হয়েছে। এতে ব্যয় হয়েছে আরও ৫০ কোটি টাকা। তাই এ টার্মিনালকে কার্যকর করতে আজ দ্বিতীয় দফায় এ টার্মিনাল উদ্বোধন করা হলো।

এ সম্পর্কিত আরও পড়ুন

x
error: কপি করার অভ্যাস ত্যাগ করুন নিজে লিখতে শিখুন