Home » নকলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ১২ চালককে জরিমানা

নকলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ১২ চালককে জরিমানা

by desherpotrika
315 views

স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শেরপুরের নকলায় সাধারণ যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ১২ জন চালককে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (৮ জুলাই) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া উম্মুল বানিন নকলা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পাইস্কা বাইপাস এলাকায় এক অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের এ জরিমানা করেন।

মোবাইল কোর্টে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে জরিমানা করছেন ইউএনও

ইউএনও সাদিয়া উম্মুল বানিন বলেন, ঈদ উপলক্ষে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে- এমন কিছু অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার সকালে পাইস্কা বাইপাস এলাকায় এক অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে ১২ জন চালককে ১৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভবিষ্যতে যেন যাত্রীদের কাছে থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করতে পারে সেজন্য সতর্ক করা হয়। জস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে। এ সময় পুলিশ ও ট্রাফিক বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

x
error: কপি করার অভ্যাস ত্যাগ করুন নিজে লিখতে শিখুন