Home » শেরপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩ ব্যবসায়ীকে জরিমানা

শেরপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩ ব্যবসায়ীকে জরিমানা

by desherpotrika
177 views

শেরপুর প্রতিনিধি: শেরপুরে মূল্যতালিকা না থাকায় কাঁচা মরিচের পাইকারি দোকানসহ তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

৫ জুলায় (বুধবার) দুপুরে সদর উপজেলার চরিপক্ষীমারি ইউনিয়নের ব্রীজপাড় বাজারে এ অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর শেরপুরের সহকারী প‌রিচালক মোঃ আরিফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান শেষে ভোক্তা অধিকার জানায়, আজ কাঁচা মরিচের পাইকারি আড়তসহ সবজির দোকানসমূহে মনিটরিং করা হয়। এসময় মূল্যতালিকা না থাকায় তিন দোকানীকে ৬ (ছয়) হাজার টাকা জরিমানা করা হয়। তবে নিজেদের ভুল স্বীকার করেছেন ব্যবসায়ীরা।

মোঃ আরিফুল ইসলাম বলেন, এমন অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি পাইকারি পর্যায়ে যারা পণ্যের মূল্য বৃদ্ধি করে; তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। এছাড়া কাঁচা মালের আড়ৎ পরিদর্শন করে ব্যবসায়ীদের উদ্দেশ্যে সতর্কতামূলক প্রচারণা চালান আরিফুল ইসলাম। অভিযানকালে র‍্যাব-১৪ জামালপুর সহযোগিতা করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

x
error: কপি করার অভ্যাস ত্যাগ করুন নিজে লিখতে শিখুন