Home » কেন্দুয়ায় লক্ষাধিক মাছের পোনা অবমুক্তকরণ

কেন্দুয়ায় লক্ষাধিক মাছের পোনা অবমুক্তকরণ

by desherpotrika
116 views

হুমায়ুন কবির কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় ২০২২-২০২৩ অর্থবছরে রাজস্বখাতের আওতায় বিল নার্সারীতে উৎপাদিত মাছের পোনা বিলে অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (৪ জুলাই) উপজেলার গন্ডা ইউনিয়নের বাঘের কুড়ি বিলে প্রায় লক্ষাধিক রুই, কাতল, মৃগেল ও কালিবাউসসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালাল।

এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আজহারুল আলম ও গন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম আকন্দ কল্যাণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পরে বাঘের কুড়ি বিলপাড়ে স্থানীয় সুফলভোগীদের সাথে হাওরে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এবং হাওর অধ্যুষিত অঞ্চলে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

x
error: কপি করার অভ্যাস ত্যাগ করুন নিজে লিখতে শিখুন