বুধবার, ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নালিতাবাড়ীতে ধানের শীষের পথসভায় জনতার ঢল: বন্যারোধ ও স্থায়ী বসবাসের প্রতিশ্রুতি

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:

নালিতাবাড়ীতে ধানের শীষের পথসভায় জনতার ঢল: বক্তব্য রাখছেন প্রকৌশলী ফাহিম চৌধুরী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীর পক্ষে আয়োজিত এক পথসভা কার্যত জনসমুদ্রে রূপ নিয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কলসপাড় ইউনিয়নের উত্তর নাকশী উচ্চ বিদ্যালয় মাঠে ধানের শীষের সমর্থনে এই বিশাল পথসভা অনুষ্ঠিত হয়। কলসপাড় ইউনিয়ন বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এই সভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই অনুষ্ঠানস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। এর আগে বিকেল থেকেই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গ্রাম থেকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সভাস্থলে সমবেত হতে থাকেন। ‘ধানের শীষ, ধানের শীষ’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো নাকশী এলাকা। স্থানীয়রা বলছেন, নির্বাচনের আগে এমন বিশাল শোডাউন ধানের শীষের প্রার্থীর পক্ষে গণজোয়ারের ইঙ্গিত দিচ্ছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী। তিনি তার বক্তব্যে এলাকার উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরেন এবং আবেগঘন প্রতিশ্রুতি দেন।

ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী বলেন, “আমি কেবল ভোটের সময় আপনাদের কাছে আসতে চাই না। আমি আপনাদের ঘরের ছেলে হয়ে থাকতে চাই। আল্লাহ যদি আমাকে আপনাদের সেবা করার সুযোগ দেন এবং আমি যদি নির্বাচিত হই, তবে আমি নকলায় থাকব না। আমি নালিতাবাড়ীতেই নিজের বাসা নির্মাণ করে স্থায়ীভাবে বসবাস করব, যাতে আপনাদের যে কোনো প্রয়োজনে, সুখ-দুঃখে আমি সবসময় আপনাদের দরজায় উপস্থিত থাকতে পারি। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য।”

এলাকার অন্যতম প্রধান সমস্যা বন্যার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “ভাটি এলাকার মানুষের দীর্ঘদিনের কান্না হলো আকস্মিক বন্যা। প্রতিবছর বন্যায় কৃষকের ফসল হানি ও বাড়িঘরের ক্ষতি হয়। আমি কথা দিচ্ছি, নির্বাচিত হলে এই এলাকার আকস্মিক বন্যা নিয়ন্ত্রণে নদী শাসনসহ প্রয়োজনীয় সকল টেকসই উদ্যোগ গ্রহণ করব।”

কলসপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান লিটন, সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা ইউনুস আলী দেওয়ান, সাবেক যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম জিন্নাহ এবং শহর বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম তালুকদার রিপন। এছাড়া উপজেলা শ্রমিক দলের আহবায়ক হুমায়ুন কবিরসহ স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে বিগত দিনের শোষণ ও বঞ্চনার চিত্র তুলে ধরেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তারা বলেন, দেশের হারানো গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। বক্তারা দলীয় ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

সভার শেষ পর্যায়ে স্লোগানে স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। উপস্থিত জনতা হাত তুলে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। রাত পর্যন্ত চলা এই পথসভায় স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নির্বাচনী আমেজকে আরও কয়েকগুণ বাড়িয়ে দেয়।

সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে…..

Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | আইন ও বিচার নকলায় পাঠাকাটা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | আইন ও বিচার শেরপুরে শ্রেষ্ঠ ‘অদম্য নারী পুরস্কার’ পেলেন ডা: উম্মে রাকিবা জাহান মিতু
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | আইন ও বিচার জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: ১০ ফুট উচ্চতার সুনামির সতর্কতা, উপকূলে তীব্র আতঙ্ক
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | আইন ও বিচার নকলায় ঐতিহ্যবাহী কায়দা বাজারদী গোরস্থান ও এতিমখানা’ প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | আইন ও বিচার ইটনায় এসডিএফ-এর উদ্যোগে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | আইন ও বিচার শেরপুরের সীমান্তে খড়ের গাদায় মিলল চোরাই পণ্যের ভাণ্ডার, এনএসআই’র তথ্যে বিজিবি’র অভিযান
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | আইন ও বিচার জামালপুরে সকল ওসির বিদায় সংবর্ধনা: নির্বাচনী চ্যালেঞ্জের বার্তা দিলেন এসপি
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | আইন ও বিচার স্বপ্ন ও দীর্ঘশ্বাসের নাম ‘প্রবাস’: রেমিট্যান্স যোদ্ধাদের পর্দার আড়ালের গল্প
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | আইন ও বিচার আজ ৭ ডিসেম্বর: শেরপুর ও নালিতাবাড়ী হানাদার মুক্ত দিবস
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | আইন ও বিচার নালিতাবাড়ীতে ধানের শীষের পথসভায় জনতার ঢল: বন্যারোধ ও স্থায়ী বসবাসের প্রতিশ্রুতি

আরও পড়ুন