Home » শেরপুরে ৩ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা উপলক্ষে প্রেস ব্রিফিং

শেরপুরে ৩ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা উপলক্ষে প্রেস ব্রিফিং

by desherpotrika
Published: Last Updated on 198 views

স্টাফ রিপোর্টার: আগামী ২২ মার্চ শেরপুর জেলার ৩ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২০ মার্চ সোমবার) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। এসময় তিনি জানান, “দেশের একজন মানুষও ভূমিহীন ও গৃহহীন থাকবে না” প্রধানমন্ত্রীর এই নির্দেশনায় কাজ করছে শেরপুর জেলা প্রশাসন।ইতিমধ্যে টাস্কফোর্স কমিটি ও বিভিন্ন দপ্তরের যৌথ সভার সিদ্ধান্ত মোতাবেক শেরপুরের নকলা, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনার প্রস্তাব পাশ হয়।

আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করবেন।

তিনি আরও জানান, আশ্রয়ন-২ প্রকল্পের আর্থিক সহযোগীতায় ৪র্থ পর্যায়ে ৯১৯ টি ঘরের বরাদ্দ পাওয়া যায়। এর মধ্যে নকলায় ১৫০ টি, ঝিনাইগাতীতে ৭৫ টি এবং নালিতাবাড়ী উপজেলায় ৪৭৫ টি ঘর নির্মানের কাজ সমাপ্ত হয়েছে। বাকি উপজেলা শেরপুর সদর ও শ্রীবরদিতে ঘর নির্মানের কাজ চলমান।

এ সম্পর্কিত আরও পড়ুন

x
error: কপি করার অভ্যাস ত্যাগ করুন নিজে লিখতে শিখুন