Home » শেরপুরে ১ম বারের মত অনুষ্ঠিত হচ্ছে জয় বাংলা ক্রিকেট টূর্নামেন্ট

শেরপুরে ১ম বারের মত অনুষ্ঠিত হচ্ছে জয় বাংলা ক্রিকেট টূর্নামেন্ট

by desherpotrika
Published: Last Updated on 377 views

শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলায় ১ম বারের মত উদ্বোধন করা হল জয় বাংলা টি২০ ক্রিকেট টূর্নামেন্ট। আজ মঙ্গলবার দুপুরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে টূর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, ময়মনসিংহ বিভাগের রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্রাচার্য।

এর আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো.কামারুজ্জামান। এসময় তিনি বলেন, স্বাধীনতা দিবসের মাসে এরকম আয়োজন করে আমরা সত্যিই গর্বিত। এছাড়া জয় বাংলা দেওয়ার কারন হল, এটি আমাদের জাতীয় স্লোগান।

অনুষ্ঠানে অন্যানোদের মধ্যে, শেরপুর পৌরসভার মেয়র গোলাম কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। এরপর উদ্বোধনী টি২০ খেলায় অংশগ্রহন করে নালিতাবাড়ি একাদশ ও জেলা পুলিশ দল।

টূর্নামেন্টে জেলার ৫ উপজেলা, ২টি পৌরসভা ও জেলা পুলিশের দলসহ মোট ৮টি দল অংশ নিয়েছে। দলগুলো হচ্ছে শেরপুর জেলা পুলিশ একাদশ, শেরপুর পৌরসভা একাদশ, শেরপুর সদর উপজেলা একাদশ, নকলা উপজেলা একাদশ, নালিতাবাড়ী পৌরসভা একাদশ, নালিতাবাড়ী উপজেলা একাদশ, শ্রীবরদী উপজেলা একাদশ ও ঝিনাইগাতী উপজেলা একাদশ। নক আউট ভিত্তিতে এ খেলা অনুষ্ঠিত হবে।

ফাইনালে বিজয়ী দল ২ লক্ষ টাকা এবং রানার আপ দল ১ লক্ষ টাকা প্রাইজ মানি পাবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

x
error: কপি করার অভ্যাস ত্যাগ করুন নিজে লিখতে শিখুন