Home » নকলায় “নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নকলায় “নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

by desherpotrika
Published: Last Updated on 215 views

স্টাফ রিপোর্টার: “দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ সম্মান দুই-ই মিলে” এই প্রতিপাদ্যে শেরপুরের নকলায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষন ব্যুরোর আওতায় “নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ মার্চ) সকাল ১০টায় কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের (টিটিসি) আয়োজনে টিটিসি’র সেমিনার কক্ষে বিদেশগামী বেকার যুবকদের অংশগ্রহনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসানের সভাপতিত্বে এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ। সেমিনারের মূল প্রবন্ধ পাঠ করেন কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের প্রধান প্রশিক্ষক এসএম আজহারুল ও সঞ্চালনা করেন প্রশিক্ষক সাজু মিয়া।

এ সম্পর্কিত আরও পড়ুন

x
error: কপি করার অভ্যাস ত্যাগ করুন নিজে লিখতে শিখুন