Home » শেরপুরে জেলা ব্র্যান্ডিং পণ্য তুলসীমালা চালের মোড়কীকরণ কার্যক্রমের উদ্বোধন

শেরপুরে জেলা ব্র্যান্ডিং পণ্য তুলসীমালা চালের মোড়কীকরণ কার্যক্রমের উদ্বোধন

by desherpotrika
194 views

প্রতিনিধি, শেরপুর: ‘পর্যটনের আনন্দে তুলসীমালার সুগন্ধে’ এই স্লোগানকে সামনে রেখে শেরপুরে জেলা ব্র্যান্ডিং পণ্য তুলসীমালা চালের মোড়কীকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে শহরের শীতলপুর এলাকার একটি চালকলে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মুকতাদিরুল আহমেদ। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে।

অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শেরপুরের উপপরিচালক সুকল্প দাস  বলেন, দেশে-বিদেশে তুলসীমালা চালের ব্যাপক চাহিদা রয়েছে।তাই এই চাল উৎপাদনে কৃষকদের বিশেষভাবে উদ্বুদ্ধ করা হচ্ছে। পাশাপাশি তুলসীমালা চাল উৎপাদনকারীদের আর্থ-সামাজিক উন্নয়নে এই চালের মূল্য সংযোজন ও বাজার সংযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ভোক্তারা যাতে গুণগতমানসম্পন্ন চাল কিনতে পারেন তার জন্য জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ বিভাগের যৌথ উদ্যোগে এই চাল বিপণনের বিশেষ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। 

অনুষ্ঠানে জেলা প্রশাসক সাহেলা আক্তার বলেন, শেরপুরে উৎপাদিত তুলসীমালা   চালকে ভৌগলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

x
error: কপি করার অভ্যাস ত্যাগ করুন নিজে লিখতে শিখুন