Home » হাইব্রিড মরিচ- বিজলী প্লাস বৈশিষ্ট্য

হাইব্রিড মরিচ- বিজলী প্লাস বৈশিষ্ট্য

by desherpotrika
Published: Last Updated on 699 views

বিজলি প্লাস ২০২০ মরিচ ফলনের কারণে বর্তমানে কৃষকদের নিকট সবচেয়ে জনপ্রিয় জাত হিসেবে বিবেচিত।

  • বপন সময়কাল: সারা বছর বিজলী প্লাস ২০২০ মরিচ চাষ করা যায়।
  • জাতের ধরন: হালকা সবুজ।

ফসল সংগ্রহ : ৪৫ থেকে ৫০ দিনে ফসল সংগ্রহ করা যায়। বিজলী প্লাস ২০২০ জাতটি উচ্চতাপমাত্রা ও বৃষ্টি সহনশীল তাই গ্রীষ্মকালে চাষের জন্য উৎকৃষ্ট।

এই জাতটিতে ভাইরাস ও ঝিমিয়ে পড়া রোগ (ব্যাক্টেরিয়াল উইল্ট) হয় না। গাছ ছোট থাকতেই মরিচ ধরতে শুরু করে বিজলী প্লাস ২০২০ মরিচ খুবই ঝাল যা ৮ থেকে ১০ সে.মি. পর্যন্ত লম্বা হয়।

বিজলী প্লাস মরিচ এর ত্বক পুরু ও মসৃণ, জীবনকাল শেষ না হওয়া পর্যন্ত ফলের আকার আকৃতি একই থাকে গাছে থোকায় থোকায় মরিচ ধরে যার কারণে খুব সহজেই ফল তোলা যায়

বাজারে প্রচলিত অন্য যে কোনও জাতের চেয়ে শতকরা ৩০ ভাগ ফলন বেশি হয়। বিজলী জাতে একর প্রতি ফলন ১৫ থেকে ১৬ টন

এ সম্পর্কিত আরও পড়ুন

x
error: কপি করার অভ্যাস ত্যাগ করুন নিজে লিখতে শিখুন