Home » নকলায় দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনীর আয়োজন

নকলায় দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনীর আয়োজন

by desherpotrika
Published: Last Updated on 183 views

স্টাফ রিপোর্টার: “স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যে শেরপুরের নকলায় প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (২৫ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে প্রাণী সম্পদ অফিস প্রাঙ্গনে প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন।

এ উপলক্ষে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ড. মুহাম্মদ ইসহাক আলীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, জেলা পরিষদ সদস্য মো. সানোয়ার হোসেন প্রমুখ। এর আগে প্রদর্শনীর উদ্বোধন শেষে স্টল পরিদর্শন করেন অতিথিরা। প্রদর্শনীতে ৪৫টি স্টল স্থান পেয়েছে। আলোচনা শেষে বিভিন্ন ক্যাটাগরীতে প্রদর্শনীতে অংশগ্রহনকারীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন অতিথিরা।

এ সম্পর্কিত আরও পড়ুন

x
error: কপি করার অভ্যাস ত্যাগ করুন নিজে লিখতে শিখুন